Eur/chf ২০১৭ সালের জুলাই মাসের মদ্ধে সর্বনিম্ন রেটে চলে এসেছে।

আজকে জার্মানির ZEW ইকোনমিক রিপোর্ট খারাপ আসার পর ইউরো আরেকদফা দুর্বল হলো সকল মেজর কারেনশির বিপরিতে  শুধুমাত্র পাউন্ড ছাড়া। EUR/CHF ২০১৭ সালের জুলাই মাসের লো টেস্ট করেছে। নেক্সট সাপোর্ট আছে ১.১০০০ এরিয়াতে৷

নরমালি SNB সচরাচর চায় EUR/CHF এর রেট ১.১০০০ এরিয়ার নিচে নামুক খুব বড়ধরনের কোন কারন ছাড়া। এবং এসব রেট থেকে SNB ইন্টারেভন করার রেকর্ড আছে অনেক। ২০১৫ সালের ১.১০০০ থেকে মাইনর ইন্টারভেন করেছিলো SNB.

অর্থাৎ SNB চায় EUR এবং CHF এর মাঝে ১০০০ পিপ্স গ্যাপ থাকুক। এর বেশী CHF শক্তিশালী হয়ে গেলে সুইজারল্যান্ডের রপ্তানিতে নেগেটিভ প্রভাব পরবে।


তবে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি আরো কিছুদুর চান্স আছে, তবে সেটা খুব বেশী না। কারন একটাই SNB, তারা ইন্টারভেনে খুব হস্তসিদ্ধ।

আর্টিকেল লেখা অবস্থায় রেট আছে ১.১০৫৯ এরিয়াতে। ১.১০০০০ যেহুতু মেজর সাপোর্ট এবং SNB এর অঘোষিত ইন্টারভেন এরিয়া, আমার মনে হয় ১.১০০০/১.১০২০ এরিয়াতে থেকে EUR/CHF ছোট ছোট লটে বাই মোডে থাকা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here